চাকরি, অর্থনীতি

চাকরি হারালেন এবি ব্যাংকের ১২১ কর্মী

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

সোমবার ১৩ই জুলাই ২০২০ ০৪:৪৯:২৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

করোনা সংকটের দোহাই দিয়ে ১২১ কর্মকর্তাকে চাকুরিচুত্য করলো দেশের প্রথম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক এবি ব্যাংক।

গত ৮ জুলাই (বুধবার) চাকরিচ্যুত কর্মকর্তাদের তালিকা করে অফিস আদেশ জারি করা হয়। যা ১২ তারিখ থেকে কার্যকরের কথা বলে কর্মীদের কাছে চিঠিও পাঠানো হয়েছে।

সংকটে থাকা এবি ব্যাংক ক্ষতি কাটিয়ে উঠতে এর আগে গত মে ও জুন মাসে কর্মীদের বেতন ৫ শতাংশ কমিয়ে দেয়। ছাঁটাই হওয়া কর্মকর্তাদের সব বকেয়া ও পাওনা পরিশোধের কথাও জানানো হয়েছে চিঠিতে। চাকরি হারানো কর্মীদের দেয়া হবে ব্যাংকের নিয়ম অনুযায়ি তিন মাসের মূল বেতনও। চিঠিতে কর্মীদের জানানো হয়েছে ছাঁটাই সিদ্ধান্তের বিরুদ্ধে মুখ খুললে কিংবা কোনো আইনি ব্যবস্থা নিলে ওই কর্মীই দায়ী থাকবেন।

চাকরি হারানোর পাশাপাশি ন্যায্য বকেয়া পাওনা না পাওয়ার ভয় থাকায় এ বিষয়ে কোনো ব্যাংককর্মী মুখ খুলতে রাজি হয়নি। নানা অনিয়মসহ দেশের প্রথম প্রজন্মের বেসরকারি এ ব্যাংকটির বিরুদ্ধে ঋণ জাতিয়াতিসহ ব্যাংকের পরিচালকদের বিরুদ্ধে অর্থপাচারে জড়িত থাকার অভিযোগও রয়েছে।

আরও পড়ুন