বাংলাদেশ, জাতীয়, অপরাধ, আইন ও কানুন

চাকরি হারালেন রূপপুরের 'বালিশ কেলেঙ্কারি'তে জড়িত ১৬ কর্মকর্তা

এ. এস. এম রেজওয়ানুছ সাদাত

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১৫ই অক্টোবর ২০১৯ ০৯:১৩:৫৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রূপপুরের 'বালিশকান্ডে' জড়িত থাকার দায়ে ১৬ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।

রূপপুর 'বালিশকান্ডে' জড়িত থাকার প্রমাণ পাওয়ায় গণপূর্ত মন্ত্রণালয়ের ৩০ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করার সুপারিশ করে আদালতে প্রতিবেদন জমা দেয়া হয়েছে। গণপূর্ত মন্ত্রণালয় সূত্র থেকে জানা গেছে এ ঘটনায় মোট ৩৪ জনের বিরুদ্ধে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। যার মধ্যে ৪ জন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের।

পূর্ত মন্ত্রণালয়ের যে ৩০ জনের বিরুদ্ধে এ ঘটনায় জড়িত থাকার  প্রমাণ পাওয়া গেছে তাদের মধ্যে ১৬ জনকে সাময়িক বহিষ্কার করেছে মন্ত্রণালয়। এই ১৬ জনের অপরাধ গুরুতর বলে জানিয়েছে মন্ত্রণালয় সূত্র। তবে, অন্য মন্ত্রণালয়ের ৪ জনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়ার এখতিয়ার নেই গণপূর্ত মন্ত্রণালয়।

আরও পড়ুন