আলোচিত ৬ শিশুকে ধর্ষণকারীর যাবজ্জীবন কারাদণ্ডাদেশ।
যশোরে চাঞ্চল্যকর ছয় শিশুকে ধর্ষণের দায়ে আসামি আমিনুর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে যশোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক টি এম মুছা এ রায় ঘোষণা করেন। মাত্র ৬ মাসে আলোচিত এ ঘটনার বিচার সম্পন্ন হলো বলে জানান আইনজীবী।
ধর্ষক আমিনুর এখন কারাগারে রয়েছেন। অভিযুক্ত আমিনুর রহমান যশোর শহরের খড়কি দক্ষিণপাড়া রেল লাইনের পাশে একটি বাগান বাড়ির তত্ত্বাবধায়কের দায়িত্বে ছিলেন। এ সময় বাগানে আমকুড়াতে আসা শিশুদের বিভিন্ন লোভ দেখিয়ে শিশুদের ধর্ষণ করতো আমিনুর।
গত ১লা মে কয়েকজন অভিভাবক মামলা করলে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ৬ শিশুকে ধর্ষণের কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেয় অভিযুক্ত আমিনুর। মামলার সাক্ষ্যগ্রহণ শেষে আজ আদালত এই রায় দেন।