ফুটবল

চার বছরের নিষেধাজ্ঞা শেষ মিশেল প্লাতিনির

মুহাম্মদ খালেদ হাসান

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৮ই অক্টোবর ২০১৯ ০৬:০৪:২৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ফিফার চার বছরের নিষেধাজ্ঞা শেষ করে আবারো ফুটবলে ফিরছেন সাবেক উয়েফা সভাপতির মিশেল প্লাতিনি। ঘুষ লেনদেন ও অনৈতিক সিদ্ধান্তের দায়ে নিষিদ্ধ হন প্লাতিনি।

ফিফা থেকে ২০১১ সালে হিসাব বহির্ভুত দুই মিলিয়ন ইউএস ডলার নেয়ার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। সাবেক ফিফা প্রেসিডেন্ট সেপ ব্লাটার ও প্লাতিনি জানান, একটা মৌখিক বোঝাপড়ার মাধ্যামে এই অর্থ লেনদেন করেন তারা, কোন অনৈতিক কাজ করেন নি।

২০২২ বিশ্বকাপের আয়োজক হতে কাতারকে হোস্ট করার জন্যও ফ্রেঞ্চ পুলিশের জিজ্ঞসাবাদের মুখোমুখি হন ফরাশি ফুটবলের সাবেক তারকা। ফ্রেঞ্চ মিডফিল্ড লিজেন্ড আর তিনবারের ইউরোপিয়ান ফুটবলার অব দ্যা ইয়ার  মিশেল প্লাতিনি ১৯৮৪ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে দলের ক্যাপ্টেন্সির দায়িত্বে ছিলেন।

১৯৯৮ তে ফ্রান্সকে বিশ্বকাপ জেতানোয় অবদান ছিল প্লাতিনির। নিষেধাজ্ঞা, ঘুষ লেনদেনের অভিযোগ এসব বিষয়ে নিয়ে তাকে বার বার অপমান করা হচ্ছে বলেই জানান সাবেক ফরাশি তারকা। 

আরও পড়ুন