বাংলাদেশ, ঢালিউড

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আদালতে জমা

মুহাম্মদ খালেদ হাসান

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২৫শে ফেব্রুয়ারি ২০২০ ০১:৩৯:৪১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনন- পিবিআই।

সকালে ঢাকা মহানগর হাকিম আদালতের ডেসপাস শাখায় ৬০০ পৃষ্ঠার এই প্রতিবেদন জমা দেয় পিবিআই। এর আগে, সালমান শাহ'র মৃত্যু- হত্যা নয়, পারিবারিক কলহে আত্মহত্যা ব্রিফিংয়ে সোমবার এমন তথ্য দেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার।

২০১৬ সালে সালমান শাহ'র মৃত্যুর রহস্যের তদন্ত শুরু করে পিবিআই।  ৪৪ জনের জবানবন্দি নিয়ে ৬০০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন তৈরি করা হয়েছে। এসময় সালমান শাহ'র আত্মহত্যার নোটও পাওয়া গেছে বলে জানিয়েছে পিবিআই।

১৯৯৬ সালের ৬ই সেপ্টেম্বর  রাজধানীর ইস্কাটনের বাসায় মৃত অবস্থা পাওয়া যায় সালমান শাহকে। ময়নাতদন্তের পর আত্মহত্যার বিষয়টি নিশ্চিত হয়। তবে ১৯৯৭ সালের ২৪শে জুলাই সালমান শাহকে হত্যা করা হয়েছে অভিযোগ করে মামলাটি হত্যা মামলায় রূপান্তরের আবেদন করা হয়।

আরও পড়ুন