আন্তর্জাতিক, এশিয়া

চীনকে মোকাবিলায় চুক্তি করছে তিন দেশ

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১৬ই সেপ্টেম্বর ২০২১ ০৯:৩১:৪৯ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চীনকে মোকাবিলায় আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি বিনিময়ে বিশেষ নিরাপত্তা চুক্তি করছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া।

বুধবার জো বাইডেন, বরিস জনসন এবং স্কট মরিসন স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এই ঘোষণা দেয়া হয়েছে। এই চুক্তির ফলে প্রথমবারের মতো পারমাণবিক সাবমেরিন নির্মাণ করবে অস্ট্রেলিয়া।

অকুস নামে পরিচিত হবে এই চুক্তি। এর আওতায় কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম ও সাইবার প্রযুক্তিও বিনিময় করবে দেশগুলো। বিবিসির খবরে বলা হয়েছে, ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় এলাকায় চীনের সামরিক উপস্থিতিতে উদ্বিগ্ন তিন দেশ।  

আরও পড়ুন