বাংলাদেশ, আন্তর্জাতিক, জাতীয়, এশিয়া

চীনা প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিঠি

মো. হামিদুর রহমান

ডিবিসি নিউজ

শুক্রবার ১৪ই ফেব্রুয়ারি ২০২০ ০৪:৪৬:২৬ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের উহান শহরসহ অন্যান্য জায়গায় করোনাভাইরাস বিস্তারের কারণে প্রাণহানির জন্য গভীর শোক প্রকাশ করেছেন। তিনি ক্ষতিগ্রস্থদের পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের রাষ্ট্রপতিকে দেয়া চিঠিতে, সঙ্কট মোকাবেলায় টাস্কফোর্স স্থাপন এবং জরুরি হাসপাতাল নির্মাণ করা সময়োপযোগী এবং প্রশংসনীয় উল্লেখ করেন। সেইসাথে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের যে কোনরকম সহায়তা বাড়াতে চীনের রাষ্ট্রপতিকে আশ্বস্ত করেন।

তিনি করোনাভাইরাস প্রাদুর্ভাবের এই করুণ মুহূর্তে চীনে বসবাসরত বেশ কয়েকটি সংখ্যক বাংলাদেশী নাগরিককে ভালভাবে যত্ন নেওয়ার জন্য চীন নেতৃত্বের প্রতি ধন্যবাদ জানান।

এছাড়াও, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবছর ১৭ই মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে আসার জন্য চীনা রাষ্ট্রপতি শি জিনপিংকে আমন্ত্রণ জানান।

আরও পড়ুন