লাইফস্টাইল, স্বাস্থ্য

চীনের একটি শহরে নিষিদ্ধ হলো কুকুর-বিড়াল খাওয়া

ময়ূখ

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২রা এপ্রিল ২০২০ ০৯:২৪:১১ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যে করোনাভাইরাস বিপর্যস্ত পৃথিবী, তার উৎপত্তিস্থল হিসেবে ধারণা করা হচ্ছে চীনের উহান শহরে। অনেকেরই ধারণা শহরটির বন্যপ্রাণি কেনা বেচার বাজার থেকে ছড়িয়েছে এই ভাইরাস।

চীনের প্রায় প্রত্যেক শহরেই আছে এমন বাজার। যেখানে বাদুড়, কুকুর, বিড়াল কিংবা শুকর ছাড়াও আরো নানান প্রাণী খাওয়ার জন্য বিক্রি হয়। এই নিয়ে অনেক তর্ক বিতর্কের মাঝে চীনে প্রথম নিষিদ্ধ করা হলো কুকুর-বিড়াল খাওয়া।

চীনের শেনজেন শহরে এই আইন কার্যকর হবে আগামী পহেলা মে থেকে।

এশিয়ায় ১০ মিলিয়ন কুকুর প্রতি বছর হত্যা করা হয় খাওয়ার জন্য। আন্তর্জাতিক হিউম্যান সোসাইটির দাবি চীনে মারা হয় প্রায় ৪০ লাখ বিড়াল। করেনাভাইরাসের মহামারীর পর গেল ফেব্রুয়ারিতে বন্যপ্রাণি কেনা বেচা নিষিদ্ধ করেছিলো চীনা সরকার।

আরও পড়ুন