আন্তর্জাতিক, স্বাস্থ্য

চীনে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ২৫

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

শুক্রবার ২৪শে জানুয়ারী ২০২০ ০৯:৫৩:৪৪ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রহস্যময় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে।

চীনের হুবেই প্রদেশে করোনা ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ায় আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। শুক্রবার ৮৩০ জন আক্রান্ত হওয়ার কথা নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ। তবে, বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, এখনো এই ভাইরাসের জন্য আন্তর্জাতিকভাবে জরুরি অবস্থা জারির সময় হয়নি।

হুবেই প্রদেশের উহান ও বেশ কয়েকটি শহরে ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে গণপরিবহণ সাময়িক বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

এদিকে, ভাইরাসে আক্রান্ত দ্বিতীয় ব্যক্তি শনাক্তে পরীক্ষা করছে যুক্তরাষ্ট্র। আজ থেকে শুরু হওয়া চীনা নববর্ষের সময় পর্যটকদের কারণে এ ভাইরাস আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

চীন থেকে ছড়িয়ে পড়া নতুন এ ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে বিশ্বের সমস্ত হাসপাতালগুলোকে নির্দেশনা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এছাড়া, ভাইরাসটির সংক্রমণ এড়াতে বিশ্বের অনেক দেশেই চীনা নাগরিকদের পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণগুলো হচ্ছে জ্বর, কাশি এবং শ্বাস্কষ্ট। সেভার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম (সার্স) ঘরানার এই ভাইরাস মানুষ থেকে মানুষে সংক্রমিত হয়। যা থেকে নিউমোনিয়াও হতে পারে।

আরও পড়ুন