আন্তর্জাতিক, ভ্রমণ

চীনে চলছে আইস অ্যান্ড স্নো উৎসব

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৭ই জানুয়ারী ২০২১ ০৬:৫৪:৩৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চীনে শুরু হয়েছে হারবিন আন্তর্জাতিক আইস অ্যান্ড স্নো উৎসব। বরফে সেজেছে শহরটি। বিশ্ব পর্যটকরা মেতেছেন সেই আয়োজনে। তুষার নিয়ে মেতেছে ভূ-স্বর্গখ্যাত কাশ্মীর। উচ্ছ্বাস ছড়িয়েছে মস্কোতেও।

দৃষ্টিসীমা জুড়ে শ্বেত-শুভ্র তুষার। সেখানে ঠিকরে পড়ছে আলো। বরফ নিয়ে খেলায় মেতেছেন পর্যটকরা। চীনের উত্তর-পূর্বাঞ্চলে শুরু হয়েছে ঐতিহ্যবাহী হারবিন আন্তর্জাতিক আইস অ্যান্ড স্নো উৎসব। এ সময়টায় বরাবরই হারবিন শহর সেজে ওঠে বরফ এবং তুষার উৎসবে।

বরফ দিয়েই গড়ে তোলা হচ্ছে নানা ভাস্কর্য। এসময় হারবিন রূপ নেয় অন্য এক শহরে। এ বছর হারবিনের এই উৎসবে খেলাধুলা, সঙ্গীত ও সংস্কৃতি মিলিয়ে উৎসব আয়োজনে পর্যটকও অংশ নিতে পারবে। এতে করে নতুন অভিজ্ঞতা পাবেন পর্যটকরা। আইস অ্যান্ড স্নো পর্যটনের জন্য চীনের শীর্ষ ১০টি শহরের মধ্যে হারবিন অন্যতম।

এদিকে, করোনার কারণে নিষেধাজ্ঞা কঠোর না হওয়ায় রাশিয়ার রাজধানী মস্কোর একটি স্কি-রিসোর্টে ভিড় করেছেন পর্যটকরা।

অন্যদিকে, ভূ-স্বর্গ খ্যাত কাশ্মীরের গুলমার্গও এবার করোনার মধ্যে পর্যটক টানছে। তুষারপাতের কারণে অনেকেই স্কিয়িং করতে হাজির হয়েছেন সেখানে।

আরও পড়ুন