খেলাধুলা, ক্রিকেট

চেন্নাইয়ের বিপক্ষে ২১৯ তাড়া করে জিতলো মুম্বাই

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

রবিবার ২রা মে ২০২১ ০১:৫৬:৩৬ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চেন্নাই সুপার কিংসকে ৪ উইকেটে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। আগে ব্যাট করে ২১৮ রান তোলে ধোনীর দল।

জবাবে ইনিংসের শেষ বলে জয় পায় রোহিতের দল। যা আইপিএলের দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। টসে হেরে ব্যাটিংয়ে শুরুতেই রুতারাজের উইকেট হারায় চেন্নাই। 

তবে ফাফ ডু প্লেসি আর মঈন আলির ১০৮ রানের জোটে বড় স্কোরের ভীত পায়। দুই জনেই করেন ফিফটি। শেষে আম্বাতি রাইডুর ২৭ বলে ৭২ রানের ঝড়ো ইনিংসে ২১৮ রানের বিশাল পুজি পায় চেন্নাই।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে মুম্বাইয়ের উদ্বোধনী জুটিতে যোগ হয় ৭১ রান। দশ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে কিছুটা বিপদে পড়ে তারা। তবে কাইরন পোলার্ডের ক্যামিওতে শেষ হাসি মুম্বাইয়ের।

একাই ম্যাচ জিতিয়েছেন ক্যারিবিয় অলরাউন্ডার। ৩৪ বলে ৮৭  রানে অপরাজিত থাকেন পোলার্ড। হারলেও টেবিলের শীর্ষেই আছে চেন্নাই। ৮ পয়েন্ট নিয়ে সেরা চারে মুম্বাই।

আরও পড়ুন