বাংলাদেশ, বিবিধ, জাতীয়, স্বাস্থ্য

ছয়দিন পর করোনায় দেশে আবারও ২ জনের মৃত্যু

ফারুক

ডিবিসি নিউজ

সোমবার ১৮ই এপ্রিল ২০২২ ০৫:২৮:৩২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ছয়দিন দেশে করোনায় ৬ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে ৩৬ জন। 

গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ২৯ জনই ঢাকা বিভাগের।
আজ রবিবারও করোনায় দেশে ২জনের মৃত্যু হয়েছে। এনিয়ে টানা ছয়দিন পর করোনায় মৃত্যু দেখল দেশ। ফলে করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৬ জনে দাঁড়িয়েছে।

এছাড়া করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৩৬২ জনে। শনাক্তের হার শূন্য দশমিক ৬৭ শতাংশ।

সোমবার (১৮ই এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাভাইরাস বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে তিন, ময়মনসিংহে ২, খুলনায় ২  জনের করোনা শনাক্ত হয়েছেন। অন্য কোনো বিভাগে করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়নি। এদিকে একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৫৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯১ হাজার ১৯৭ জন।

অপরদিকে গত ২৪ ঘণ্টায় পাঁচ হাজার ৪৫৪টি নমুনা সংগ্রহ করা হয়। আর পরীক্ষা করা হয় চার হাজার ৪০৭টি নমুনা। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ০১ শতাংশ।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনার সংক্রমণ দেখা দেয়। কয়েক মাসের মধ্যে এ ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে প্রথম করোনা সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয় ২০২০ সালের ৮ই মার্চ। তবে, প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ই মার্চ।

আরও পড়ুন