আন্তর্জাতিক, অন্যান্য

জঙ্গি হামলায় মালির ২৪ সেনা নিহত

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১৯শে নভেম্বর ২০১৯ ০১:৫৫:০৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আফ্রিকার দেশ মালির পূর্বাঞ্চলে জঙ্গি হামলায় দেশটির ২৪ সেনা নিহত হয়েছে। আহত হয়েছে আরো ২৯ জন।  

দেশটির সেনাবাহিনী জানিয়েছে, গাও সীমান্ত এলাকায় মালি ও নাইজারের সেনাবাহিনীর যৌথ অভিযানের সময় হামলা চালায় জঙ্গিরা। এতে এই হতাহতের ঘটনা ঘটে। অভিযানে ১৭ জঙ্গি নিহত হয়েছে বলেও দাবি করেছে মালির সেনাবাহিনী।

এছাড়া নাইজারের তিলোয়া এলাকা থেকে অন্তত ১শ' জন সন্দেহভাজন জঙ্গিকে আটক করা হয়েছে। গত সপ্তাহের আরেক হামলায় ৫৪ সেনা নিহতের পর এই অভিযান চালানো হচ্ছিল। এখন পর্যন্ত কোন সন্ত্রাসী গোষ্ঠী এসব হামলার দায় স্বীকার করেনি।  

আরও পড়ুন