আন্তর্জাতিক, আমেরিকা, স্বাস্থ্য

জনসন এন্ড জনসনের এক ডোজের করোনা টিকার অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

মো. হামিদুর রহমান

ডিবিসি নিউজ

রবিবার ২৮শে ফেব্রুয়ারি ২০২১ ০৭:৪৮:১৩ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জনসন এন্ড জনসনের এক ডোজের করোনা টিকার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র।

শনিবার এই টিকার অনুমোদন দেয় দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসন এফডিএ। সংবাদটিকে সকল নাগরিকের জন্য উত্তেজনার মুহূর্ত বলে ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

যুক্তরাষ্ট্র, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলে টিকাটির ট্রায়ালের ফলাফলে দেখা গেছে  গুরুতর অসুস্থতা প্রতিরোধে এটি ৮৫ শতাংশ কার্যকরী। তবে মাঝারি মাত্রার অসুস্থতা প্রতিরোধের ফলাফল এর সঙ্গে যুক্ত করা হলে তা ৬৬ শতাংশ কার্যকর ফলাফল দেয়। দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলে করোনার ধরন বেশি থাকায় দেশগুলোতে কার্যকারিতার মাত্রা ছিল তুলনামূলক কম।

ট্রায়ালে অংশ নেয়া ব্যক্তিদের কেউই টিকা নেয়ার ২৮ দিনের মধ্যে হাসপাতালে ভর্তি হয় নি বা মৃত্যু হয় নি। ফাইজার ও বায়োএনটেকের পর তৃতীয় টিকা হিসেবে জনসনের করোনা টিকা প্রয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

তবে এই টিকার সুবিধা হচ্ছে সাধারণ রেফ্রিজারেটরে সংরক্ষণ ক্ষমতা যা এটিকে সাশ্রয়ী করে তুলেছে। যুক্তরাষ্ট্রে জুন নাগাদ ১০ কোটি টিকা সরবরাহ করবে বেলজিয়াম ভিত্তিক কোম্পানিটি।

আরও পড়ুন