খেলাধুলা, অন্যান্য খেলা, ক্যারিয়ার, কিডজ জোন

জাতীয় দাবায় ৯ বছরের বালকের রেকর্ড

কাজী শাহরিন হক

ডিবিসি নিউজ

শনিবার ৯ই নভেম্বর ২০১৯ ১১:১৬:২৮ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জাতীয় দাবায় রেকর্ড গড়েছেন ৯ বছর বয়সী এক বালক।

সবচেয়ে কম বয়সে অংশ জাতীয় দাবায় অংশ নিয়ে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানকে রুখে দিয়েছেন মনন রেজা নীড়।  জিয়া-মননের ম্যাচ হয়েছে ড্র।

অল্পের জন্য মননের কাছ থেকে হার এড়িয়েছে গ্রান্ডমাস্টার জিয়া।  ড্র’টি হয়েছে ৫৩ চালের মাথায়।  জাতীয় দাবায় সর্বোচ্চ ১৪ বার শিরোপা জিতেছেন জিয়া।

চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে ষষ্ঠ হয়ে জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পেয়েছেন শিশু মনন। সেখানে তিনি হারিয়ে দিয়েছিলেন দুবারের সাবেক জাতীয় চ্যাম্পিয়ন, ফিদে মাস্টার রেজাউল হক ও সাবেক জাতীয় দলের ফিদে মাস্টার সাইফউদ্দিন লাভলুকে। এর আগে এত কম বয়সে জাতীয় দাবার চূড়ান্ত পর্বে সুযোগ পায়নি আর কেউ।

মননের আগে উপমহাদেশের প্রথম গ্রান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ সবচেয়ে কম বয়সে অংশ নিয়েছিলেন জাতীয় দাবায়। তখন তার বয়স ছিলো ১০ বছর।

আরও পড়ুন