বাংলাদেশ, জাতীয়

জাতীয় শোক দিবসে মসজিদ-উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনা    

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

শনিবার ১৫ই আগস্ট ২০২০ ০৬:০০:২০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে মসজিদ, মন্দির ও গির্জায় বিশেষ মোনাজাত এবং প্রার্থনা করা হয়। এতে বঙ্গবন্ধুসহ ১৫ই আগস্টে নিহতদের আত্মার শান্তি কামনা করা হয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহদাত বার্ষিকীতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়্। এতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের আত্মার শান্তি ও দেশ এবং জাতির সমৃদ্ধি কামনা করা হয়।

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ঢাকেশ্বরি জাতীয় মন্দিরেও বিশেষ প্রর্থনা সভার আযোজন করে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ ও ঢাকা মহানগর পূজা উদযাপন কমিটি । প্রার্থনা সভায় পনেরোই আগষ্টে শহীদদের আত্মার শান্তি কামণা করা হয়।  এসময় শোককে শক্তিতে পরিনত করে দেশের উন্নয়ন অগ্রগতির জন্য প্রার্থণা করেন ভক্তরা।

রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারেও শহীদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয় ।  বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন এই প্রার্থনা সভার আয়োজন করে। এছাড়া গির্জা ও প্যাগোডাতেও হয়েছে বিশেষ প্রার্থনা।  

আরও পড়ুন