ভ্রমণ, জেলার সংবাদ

জাদুকাটা নদীতীরে রক্তলাল শিমুল ফুল

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১৩ই ফেব্রুয়ারি ২০২০ ০৩:৪০:০৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বসন্তে নানা মাত্রায় রঙ ছড়ায় প্রকৃতি। আর বাংলার প্রকৃতিজুড়ে বসন্তকে অন্যমাত্রা দেয় শিমুল ফুল।

পঞ্জিকা না হয় পরিবর্তন হয়েছে।  তাই বলে প্রকৃতিতো আর বসে নেই। বসন্তের বাতাস এখন ধরায়, ফুল ফুটেছে বনে বনে। শিমুল বাগানে এখন টকটকে রক্তিম আভা। সুনামগঞ্জে জাদুকাটা নদীতীরে চোখ জুড়ানো এ দৃশ্য দেখতে প্রতিদিনই ভিড় করেন দর্শনার্থীরা।

প্রকৃতিপ্রেমিক জয়নাল আবেদীন ছিলেন তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের চেয়ারম্যান। জাদুকাটা নদী তীরে নিজের ১শ’ বিঘা জমিতে গড়ে তোলেন শিমুল বাগান।

বসন্তের আগমনি বার্তায় সেই তিন হাজার শিমুল গাছে এখন রক্তলাল ফুল। ফুলের রেণুতে শালিকের খেলা কিংবা বাতাসে দোল খাওয়া ফুলের অপরূপ দৃশ্য শীতল করে দেয় মন। সুন্দরের এই টানে দূরদূরান্ত থেকে ছুটে আসেন প্রকৃতিপ্রেমীরা।

প্রয়াত জয়নাল আবেদীনের মেয়ে সেলিনা আবেদীন জানান, প্রকৃতিকে ভালোবেসে এই বাগান গড়ে তোলেন তার বাবা।

শিমুল বন দাও রাঙিয়ে মন; যুগে যুগে শিমুল নিয়ে গান, গল্প কিংবা কাব্যও কম নয়।

আরও পড়ুন