বাংলাদেশ, জাতীয়, রাজধানী

জানুয়ারির শেষ সপ্তাহে ঢাকার দুই সিটির নির্বাচন

কাজী শাহরিন হক

ডিবিসি নিউজ

বুধবার ১১ই ডিসেম্বর ২০১৯ ০৭:৩১:৩১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জানুয়ারির মধ্যেই ঢাকা সিটি করপোরেশন নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আলমগীর।

নির্বাচন কমিশনে মতবিরোধ থাকলেও তা কাজে বাধা হচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার বিকালে নির্বাচন কমিশন সচিবালয়ে ৫৬তম কমিশন সভায় আরপিও চূড়ান্ত, সংসদীয় সীমানা পুনঃনির্ধারণ, নির্বাচন প্রশিক্ষণ বাজেট নীতিমালা, একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রতিবেদন প্রকাশসহ আলোচনা হয় বিভিন্ন ইস্যুতে।

সভাশেষে ইসি সচিব সাংবাদিকদের বলেন, সংসদীয় সীমানা পুনঃনিধারণ আইন চূড়ান্ত হয়েছে, তা আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।

কবে নাগাদ ঢাকার দুই সিটির নির্বাচন হবে এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, জানুয়ারির শেষ সপ্তাহে নির্বাচন করার কথা ভাবছে কমিশন। আর তফসিল হবে ডিসেম্বরের শেষ সপ্তাহে।

সভায় ইসিতে কর্মচারী নিয়োগ নিয়ে চার কমিশনারের অভিযোগের জবাব দেয়া হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন