আন্তর্জাতিক, এশিয়া, লাইফস্টাইল

'জাপানে চলছে টোকিও ফ্যাশন উইক'

মো. হামিদুর রহমান

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১৫ই অক্টোবর ২০১৯ ০৯:৩৯:৫৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

টোকিও ফ্যাশন উইকের পর্দা উঠলো জাপানের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে জড়িয়ে থাকা পোশাক কিমোনোতে বৈচিত্র্য আনার মধ্য দিয়ে। কিমোনোকে রক ধাঁচ ও আধুনিকতার ছোঁয়ায় নতুন রূপে তুলে ধরেছেন রক সঙ্গিতশিল্পী থেকে ডিজাইনার হয়ে যাওয়া ইয়োশিকি। ১৪ই অক্টোবর থেকে শুরু হওয়া টোকিও ফ্যাশক উইক চলবে ২০শে অক্টোবর পর্যন্ত।

জাপানের ঐতিহ্যবাহী পোশাক কিমোনোতে উজ্বল রং ও আধুনিকতার সংমিশ্রণ ঘটিয়েছেন এই রকস্টার ডিজাইনার। 

গতানুগতিক ধাঁচের কিমোনো থেকে বেরিয়ে জাপানী এই পোশাকে নতুনত্ব আনার চেষ্টা করেছেন ইয়োশিকি। পোশাকের কাপড়গুলোতে জাঁকজমক ধাঁচের পাশাপাশি অ্যানিমেশন প্রিন্টের ব্যবহারও চোখে পড়ার মতো। 

পারিবারিক কিমোনো কাপড়ের দোকানটি থেকে অনুপ্রেরণা নিয়ে ১০ বছর আগে নিজ ফ্যাশন হাউজ ইয়োশিকিমোনোর সূচনা করেন রক এন্ড রোল তারকা ইয়োশিকি। কিমোনোতে বৈচিত্র্য আনাই তার মূল উদ্দেশ্য। 

ইয়োশিকি বলেন, কিভাবে ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক কিমোনোকে আরো যুগোপযুগি করা যায় সেই চেষ্টাই করেছি। বিশ্ববাসীকে কিমোনোর সঙ্গে পরিচিত করতেই কাজ করে যাচ্ছি। 

চলতি মাসের ১৪ তারিখে শুরু হওয়া টোকিও ফ্যাশন উইক চলবে ২০ তারিখ পর্যন্ত। নতুন পোশাকের সমারোহ নিয়ে র‌্যাস্প মাতাচ্ছেন ৪২টি ফ্যাশন ব্রান্ডের মডেল ও ডিজাইনাররা। 

 

আরও পড়ুন