জেলার সংবাদ, শিক্ষা

জাবিতে চরম উত্তেজনা, দুই পক্ষের মধ্যে হাতাহাতি

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৫ই নভেম্বর ২০১৯ ১২:১৬:০৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের পদত্যাগের দাবিতে তার বাসভবনের সামনে অবস্থান নেয়া আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের হাতাহাতির ঘটনা চলছে।

দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছে। এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি।

দশম দিনের মতো চলছে আন্দোলন। গতকাল সোমবার, সন্ধ্যার পর থেকে ভিসির বাসভবন অবরোধ করে রেখেছেন আন্দোলনকারীরা। অবরোধ ও ধর্মঘটের কারণে বিশ্ববিদ্যালয়ে সব ধরনের প্রশাসনিক কার্যক্রম বন্ধ আছে। তবে, একাডেমিক ভবনগুলোতে ক্লাস ও পরীক্ষা হতে দেখা গেছে।

এদিকে, এক সংবাদ সম্মেলনে আন্দোলনকারীরা জানান, উপাচার্যের বিরুদ্ধে আনা অভিযোগুলো লিখিত আকারে শিগগিরই শিক্ষামন্ত্রীর কাছে জমা দেয়া হবে। উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত তাদের এ কর্মসূচি চলবে বলেও জানান তারা।

আরও পড়ুন