ইউরোপ

জার্মানিতে ২০তম জাতীয় নির্বাচন কাল, অ্যাঙ্গেলা মার্কেলের বিদায়

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

শনিবার ২৫শে সেপ্টেম্বর ২০২১ ১২:২৭:২২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জার্মানিতে ২০ তম জাতীয় নির্বাচন কাল। এ নির্বাচনের মধ্য দিয়ে নতুন চ্যান্সেলর বেছে নিতে যাচ্ছে জার্মানবাসী। আর এর মধ্য দিয়ে শেষ হচ্ছে অ্যাঙ্গেলা মার্কেলের ১৬ বছরের জার্মানি শাসন।

জনমত জরিপে এখন পর্যন্ত এগিয়ে আছেন সোশ্যাল ডেমোক্র্যাটিক দল এসপিডির ওলাফ শলজ। রাজনৈতিক দল হিসেবে ২৫ শতাংশ এগিয়ে বর্তমান ভাইস চ্যান্সেলরের দলটি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান ক্ষমতাসীন সরকার সিডিইউ'র আরমিন লাশেথ।

সর্বশেষ জরিপ বলছে, মার্কেলের এই দলটি ২২ শতাংশ ভোট পেতে পারে। চ্যান্সেলর পদে তাদের দু'জনের সঙ্গে সবুজদল থেকে চ্যান্সেলর পদপ্রার্থী আনালেনা বেয়ারবক সমান তালে পাল্লা দিয়ে লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।

জার্মানির জাতীয় সংসদের নিয়ম অনুযায়ী ৫৯৮টি আসনের অর্ধেক অর্থাৎ ২৯৯টি আসনের সদস্যরা সরাসরি ভোটে নির্বাচিত হয়ে থাকেন আর বাকি অর্ধেক সদস্য নির্বাচিত হবেন সারাদেশে দলের প্রাপ্ত ভোটের শতকরা হিসেবে।

আরও পড়ুন