অর্থনীতি, রাজধানী

জাহাজশিল্পের প্রসার বাড়াতে সেমিনার

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

শনিবার ২৩শে জানুয়ারী ২০২১ ০৯:২২:১৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জাহাজশিল্প এবং রপ্তানীকারক দেশ হিসেবে বাংলাদেশের চ্যালেঞ্জসমূহ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে। 

আজ শনিবার বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনের যন্ত্রকৌশল বিভাগের প্রকৌশলীরা অংশ নেন।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। আলোচনা সভায় বেশ কয়েকটি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা সেমিনারে অংশ নেন।

এছাড়াও দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রকৌশলীরাও অংশ নেন। এসময় বক্তারা জাহাজশিল্পকে আরো এগিয়ে নিতে এবং বর্হিবিশ্বে এর বাজার বাড়াতে আরো জোরালো ভূমিকা রাখার জন্য প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করেন।

আরও পড়ুন