আন্তর্জাতিক, আমেরিকা

'জেনারেল সোলাইমানিকে হত্যায় আমার ভূমিকা ছিল'

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

শুক্রবার ২৪শে জানুয়ারী ২০২০ ১০:১১:৫৪ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেঃ জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করার সিদ্ধান্তে নিজের ভূমিকা থাকার কথা স্বীকার করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে এক বক্তৃতায় রাতের অন্ধকারে জেনারেল সোলাইমানিকে হত্যার পদক্ষেপকে সাহসি হামলা বলে বর্ণনা করেন তিনি।

পম্পেও দাবি করেন, কুদস ফোর্সের ‘সন্ত্রাসী’ অভিযানগুলো পরিচালনার অন্যতম নীতি নির্ধারক ছিলেন জেনারেল সোলাইমানি। এর আগে আমেরিকার গণমাধ্যম জানিয়েছিল, মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও দীর্ঘদিন ধরে জেনারেল সোলাইমানিকে হত্যার নির্দেশ জারি করার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে আবেদন জানিয়ে আসছিলেন।

জেনারেল সোলাইমানিকে ইরান ও ইরাকের আরো কয়েকজন সামরিক কমান্ডারসহ গত ৩রা জানুয়ারি বাগদাদ বিমানবন্দরের কাছে ড্রোন হামলা চালিয়ে হত্যা করে মার্কিন সন্ত্রাসী সেনারা। মার্কিন যুদ্ধ মন্ত্রণালয় বা পেন্টগন জানায়, ডোনাল্ড ট্রাম্প নিজে ওই হামলার নির্দেশ জারি করেছিলেন। 

আরও পড়ুন