জেমস-মাইলসের কপিরাইট মামলা

বাংলালিংকের সিইওসহ চারজনের জামিন

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৩০শে নভেম্বর ২০২১ ০৪:১৫:১৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কপিরাইট আইনে নগরবাউল জেমস এবং মাইলসের সাফিন-হামিনের করা মামলায় বাংলালিংকের সিইও এরিক অ্যাস সহ চার কর্মকর্তাকে জামিন দিয়েছে আদালত।

মঙ্গলবার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েসের আদালত তাদের এ জামিন দেন।জামিন পাওয়া অন্য তিনজন হলেন, প্রতিষ্ঠানটির চিফ কমপ্লায়েন্স অফিসার এম নুরুল আলম, চিফ করপোরেট রেগুলেটরি অফিসার তৈমুর রহমান এবং হেড অব ভ্যাস অনিক ধর।

এর আগে আদালতের দেয়া সমন পেয়ে মঙ্গলবার জামিন আবেদন করেন বাংলালিংকের সিইওসহ চার কর্মকর্তা। উভয় পক্ষের শুনানি শেষে তাদের ৬ই ডিসেম্বর পর্যন্ত জামিন দেন আদালত।  

রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, এ সময়ের মধ্যে আপোষ করতে হবে বাংলালিংক কতৃপক্ষকে।  

বাংলালিংকের আইনজীবী জানান, জেমস ও সাফিন যে দাবি করেছে সেটা নিয়ে আলোচনা করা হবে। তবে ৫ কোটি টাকা দাবি অযৌক্তিক। আপস করে আদালতকে বিষয়টি অবহিত করা হবে।

গত ১০ই নভেম্বর জেমস ও মাইলস তাদের আটটি গান অনুমতি ছাড়া ব্যবহারের অভিযোগ আনেন বাংলালিংকের বিরুদ্ধে। পরে সিইওসহ পাঁচজনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন বিচারক।

আরও পড়ুন