খেলাধুলা, জেলার সংবাদ, ফুটবল

জয় দিয়ে পেশাদার লিগ শুরু বসুন্ধরা কিংসের

মুহাম্মদ খালেদ হাসান

ডিবিসি নিউজ

শুক্রবার ১৪ই ফেব্রুয়ারি ২০২০ ০১:৫২:৫২ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জয় দিয়ে পেশাদার লিগ শুরু করেছে বসুন্ধরা কিংস। হোমভেন্যু নীলফামারির শেখ কামালা স্টেডিয়ামে কিংসের কাছে ১-০ গোলে হেরেছে উত্তর বারিধারা। ঢাকার বাইয়ের জাকজমকপূর্ণ ম্যাচ আয়োজনে দারুণ খুশি স্থানীয় দর্শকরা।

বসুন্ধরা কিংসের হোমভেন্যু নীলফামারির শেখ কামাল স্টেডিয়ামে বিপিএলের নতুন মৌসুমের উদ্বোবধনী ম্যাচ। ডিফেন্ডিংর চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ নাবাগত উত্তরা বারিধারা।

কিংসের লাল গ্যালারি শুরু তেকেই পূর্ণই, সময় গড়ানোর সাথে ভিড় বেড়েছে আরও, দু’দলের আক্রণে ম্যাচে বেড়েছে উত্তেজা, উত্তালগ্যারি, কিন্তু গোলের দেখা নাই।

পুরো ম্যাচে যথেষ্ঠ দাপট দেখিয়েছে কিংস বুটাররা। অ্যাটাক, পাস কিংবা গোল পজিসনিং, সব দিকি থেকেই ঢের এগিয়ে বসুন্ধরা, তবু মনে হচ্ছিল গোলশূন্যতে শেষ হবে ম্যাচ।

শেষ দিকে এগিয়ে যেতেই পারত উত্তরা বারিধারা। তবে কিংস গোলরক্ষক আনিসুর রহমান জিকো বাঁচিয়ে দিয়েছেন। কাউন্ডার অ্যাটাকে জয়সূচক গোল এসেছেন কিংসের, ম্যাচের একমাত্র স্কোরার কিংস ক্যাপ্টেন কলিন্দ্রেস।

ঢাকার বাইরে ফুটবলের এমন আয়োজনে দারুন খুঁশি ফ্যানরা। নিয়মতিই যাতে চালু থাকে খেলা, সেটাই তাদের চাওয়া।

আরও পড়ুন