খেলাধুলা, ফুটবল

জয় নিয়ে মাঠ ছাড়লো ম্যানসিটি, য়্যুভেন্তাস

আবু বকর

ডিবিসি নিউজ

বুধবার ৩রা মার্চ ২০২১ ০৯:০৩:২৫ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইউরোপিয়ান ফুটবলে রাতের খেলায় জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি ও য়্যুভেন্তাস। ইপিএলে ঘরের মাঠে জেসুসের জোড়া গোলে উলভারহ্যাম্পটনকে ৪-১ গোলে হারিয়েছে ম্যানসিটি আর ঘরের মাঠে স্পেৎসিয়ার বিপক্ষে য়্যুভেন্তাস জিতেছে ৩-০ গোলে।

ম্যানচেস্টার লাল নাকি নীল? চলতি মৌসুমে প্রশ্নটাকে একেবারে অবান্তর করে দিয়েছে ম্যানচেস্টার সিটি। দুইয়ে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে পয়েন্টের ব্যবধান যখন ১২, তখন সামনে প্রতিপক্ষ ১২ নম্বরের দল উলভারহ্যাম্পটন। ম্যাচের শুরুতেই যাদের ডিফেন্ডার ড্যান ডঙ্কারের আত্মঘাতী গোলে এগিয়ে যায় ম্যানসিটি।

হাফটাইমের পর ডিফেন্ডার কোডির গোলে ম্যাচে সমতা ফেরায় উল্ভস। তবে ৮০ মিনিটে উল্ভসের জাল কাঁপিয়ে সিটিজেনদের আরও একবার দলকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস।

ম্যাচের একদম শেষে রিয়াদ মাহরেজের গোলে সিটিজেনদের ৩-১ এর লিড এনে দেন সিটি ফরোয়ার্ড রিয়াদ মাহরেজ। ইনজুরি টাইমে নিজের দ্বিতীয় গোলে ৪-১ এর জয় নিশ্চিত করেন জেসুস। এ ম্যাচ নিয়ে লিগে রেকর্ড টানা ১৫ আর সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ২১ ম্যাচে অবিশ্বাস্য উইনিং স্ট্রিক পেপ গার্দিওলার দলের। ২৭ ম্যাচে ২০ জয়ে ৬৫ পয়েন্ট নিয়ে শিরোপার লড়াইয়ে সবচেয়ে এগিয়ে তাই ম্যানসিটিই।

ম্যানচেস্টার থেকে তুরিন, য়্যুভেন্তাসেরও ফিরছে সুদিন। ঘরের মাঠে প্রতিপক্ষ পনেরো নম্বর দল স্পেৎসিয়া, তাই জয়ের লক্ষ্যেই মাঠে নামে ওল্ড লেডিরা। তবে বেশ কিছু আক্রমণ গড়েও প্রথমার্ধে গোলশূন্য স্কোরলাইন। বিরতি থেকে ফিরে ম্যাচের ৬২ মিনিটে বেরনারদেস্কির অ্যাসিস্টে গোল পেয়ে যান য়্যুভেন্তাস স্ট্রাইকার আলভারো মোরাতা।

মিনিট দশেক পার হতেই ফেদেরিকো কিয়েসার গোলে ব্যবধান দ্বিগুণ করে য়্যুভরা। আর শেষ বাঁশি বাজার আগে রদ্রিগো বেনতাংকুরের থ্রু থেকে পাওয়া বল জালে জড়িয়ে ৩-০ গোলের জয় নিশ্চিত করেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। ২৪ ম্যাচে ১৪ জয়ে ৪৯ পয়েন্ট নিয়ে তিন নম্বরে অপরিবর্তিত অবস্থানেই থাকছে আন্দ্রে পিরলোর দল। 

আরও পড়ুন