উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ ও য়্যুভেন্তাস

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৭ই নভেম্বর ২০১৯ ০৪:৪৯:২৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গ্যালাতাসারের বিপক্ষে গোল উৎসব করেছে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে রিয়ালের জয় ৬-০ গোলের।

এদিকে, লোকোমোটিভ মস্কোকে ২-১ এ হারিয়ে নক আউট পর্বে য়্যুভেন্তাস। আতালান্টার মাঠে ১-১ গোলের ড্র করে অপেক্ষা বেড়েছে ম্যানসিটির।

চ্যাম্পিয়ন্স লিগে আবারও স্বমহিমায় রিয়াল মাদ্রিদ। যার নায়ক ব্রাজিলিয়ান টিনএজার রদ্রিগো। চ্যাম্পিয়ন্স লিগ ডেব্যু রাঙ্গাতে সময় নেননি তিনি বেশি। কিক অফের প্রথম সাত মিনিটেই ব্যাক টু ব্যাক গোল রদ্রিগোর। আরও সাত মিনিট পেরুতেই পেনাল্টি থেকে রামোসের স্কোরে ম্যাচের শুরুতেই নিয়ন্ত্রণ থাকে রিয়ালের কাছে। ব্রেকের আগেই হালি পূরণ হোস্টদের। ৪৫ মিনিটে বেনজেমার এই গোলের যোগানদাতা ছিলেন রদ্রিগো।

সেকেন্ড হাফেও একই দাপট ছিলো রিয়ালের। ৮১ মিনিটে ম্যাচে নিজের জোড়া পূরণ করে নেন বেনজেমা। ম্যাচ শেষের ঠিক আগে হ্যাটট্রিক পূরণ হয় রদ্রিগোর। ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে বেনজেমার ডি-বক্সে বাড়ানো বল জালে পাঠান রদ্রিগো। এই জয়ে নকআউটের রাস্তাটা পরিষ্কার করলো জিদানের দল।

রেড অ্যারেনায় নিজেদের ভুলেই ম্যাচের শুরুতে গোল খেয়ে বসে লোকোমোঠিভ মস্কো। রোনালদোর ফ্রি কিক ক্লিয়ারে তালগোল পাকিয়েছেন স্বাগতিক কিপার। সুযোগটা কাজে লাগিয়েছেন র‌্যামজি। অবশ্য, ঘুরে দাঁড়াতে সময় নেয়নি মস্কো। ১২ মিনিটে রুশ মিডফিল্ডার মিরানচুকের গোলে ফেরে সমতা।

পুরো ম্যাচে আর গোল নেই, ড্রতে শেষের দিকে। কিন্তু এমন সময় ইনজুরি টাইমে কস্তার গোলে নকআউটে যায় য়্যুভরা।

জিতলেই নকআউটা কমফার্ম ছিলো ম্যানসিটির। কিন্তু, ম্যাচ শুরুর ৭ মিনিটে স্টারলিংয়ের গোলে এগিয়ে গিয়েও শেষ অবধি পয়েন্ট হারিয়েছে সিটিজেনরা। আতালান্তার হয়ে ৪৯ মিনিটে ঐ গোল শোধ দিয়েছেন পাশালিচ।

আরও পড়ুন