প্রতারকের কাছে তথ্য প্রদান

বিকাশের সাবেক কর্মকর্তা গ্রেপ্তার

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

বুধবার ৩রা নভেম্বর ২০২১ ১১:২৯:১১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

অর্থের বিনিময়ে এজেন্টদের তথ্য প্রতারকদের সরবারাহ করার অভিযোগে গ্রেপ্তার হলেন মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশের সাবেক টেরিটরি ম্যানেজার তানভীর সিরাজী।

বুধবার দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডি কার্যালয়ে অভিযুক্ত সাবেক বিকাশ কর্মকর্তার অপরাধ সম্পর্কে সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের বিশেষ পুলিশ সুপার সাইদুর রহমান খান ব্রিফিং করেন।

এ সময় তিনি জানান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দর্শনশাস্ত্রে পড়াশোনা শেষে ২০১২ সালে বিকাশে যোগ দেন তানভীর সিরাজী। টেরিটোরি ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন ঢাকা, গাজীপুর ও কিশোরগঞ্জে। এ সময়ে অর্থের বিনিময়ে বিকাশের নতুন এজেন্টদের তথ্য প্রতারকদের সরবরাহ করেন তানভীর। এরপর তালিকা ধরে এজেন্টদের ফোন করে বিকাশ কর্মকর্তা পরিচয় দিয়ে কৌশলে ওটিপি সংগ্রহ করে অ্যাকাউন্টের সব টাকা হাতিয়ে নিত প্রতারকরা।

তিনি আরও জানান, বিকাশ এজেন্টের সাড়ে চার লাখ টাকা হাতিয়ে নেয়ার একটি ঘটনায় টাঙ্গাইলের সখিপুর থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী। মামলার বাদী রাসেল ও তার পাশের দোকানদার চিত্ত রঞ্জন টাঙ্গাইলের সখিপুর থানার তক্তারচালা বাজারের বিকাশ ব্যবসায়ী। তাদের বিকাশ এজেন্ট নম্বরে প্রতারকরা ফোন দিয়ে নিজেদের বিকাশ কর্মকর্তা পরিচয়ে দিয়ে বিভিন্ন অফারের কথা বলে ওটিপি ও পিনকোড নম্বর নিয়ে মোট ৪ লাখ ৪৮ হাজার টাকা সেন্ড মানি করে হাতিয়ে নেয়। ওই মামলাটি সিআইডি'র সিরিয়াস ক্রাইম শাখা তদন্তের জন্য অধিগ্রহণ করে এবং তদন্তকালে ঘটনার সহিত জড়িত থাকার অভিযোগে বিকাশ প্রতারক চক্রের ছয় আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়। তাদের মধ্যে তিনজন আসামি আদালতে ১৬৪ ধারা মতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এবং জবানবন্দিতে তাদের সহযোগী বিকাশ প্রতারণার কাজে বিকাশের টেরিটরি ম্যানেজার তানভীর জড়িত আছে বলে স্বীকার করেন। আসামিদের দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. তানভীর সিরাজী ওরফে সিজারকে গাজীপুরের টঙ্গী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন