ধর্ম, জেলার সংবাদ, অপরাধ

টাঙ্গাইলে মন্দিরের প্রতিমা ভাঙচুর

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

বুধবার ১৩ই নভেম্বর ২০১৯ ০৬:০২:৫০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কালীমন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

টাঙ্গাইলের কালিহাতীতে একটি কালীমন্দিরে দুর্বৃত্তদের বিরুদ্ধে প্রতিমা ভাঙচুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার মধ্যরাতের দিকে পৌরসভার ছিলিমপুর এলাকার সেনবাড়ি সার্বজনীন মন্দিরের ৬টি প্রতিমা ভাঙচুর করা হয় বলে ধারণা স্থানীয়দের।

পুলিশ ও স্থানীয়রা জানান, মন্দিরের পুরোহিত মঙ্গলবার সন্ধ্যায় পূজা শেষ করে মন্দিরে তালা লাগিয়ে চলে যায়। বুধবার সকালে পূজা করতে এসে মন্দির ঘরের তালা ভাঙ্গা দেখতে পায়। পরে মন্দিরে প্রবেশ করে ৬টি প্রতিমার ভাঙা মাথা মাটিতে দেখতে পায় পুরোহিত।

ঘটনাটি স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়ে। এতে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে, ঘটনার সঙ্গে জড়িতদের খুজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার প্রতিশ্রুতি দেন তারা।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আল মামুন জানান, দূর্বত্তরা মন্দিরে হামলা চালিয়ে ৬টি মূর্তি ভেঙে ফেলে। পরে, তারা দুইটি প্রতিমার মাথা নিয়ে যায়। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আরও পড়ুন