ইউরোপ

টিকা সরবরাহে বিলম্ব করায় অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে মামলা

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২৭শে এপ্রিল ২০২১ ০৩:৪৯:১২ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চুক্তি অনুযায়ী করোনা টিকা সরবরাহ না করায় অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে মামলা করেছে ইউরোপীয় ইউনিয়ন।

সোমবার (২৬ এপ্রিল) এক বিবৃতিতে এ কথা জানিয়েছে ইইউ। চুক্তি অনুযায়ী, চলতি বছরের ডিসেম্বর থেকে জুন নাগাদ ইইউকে মোট ৩০ কোটি ডোজ সরবরাহের কথা অ্যাস্ট্রাজেনেকার।

কিন্তু গেল মার্চে অ্যাস্ট্রাজেনেকা জানায়, এর মাত্র এক তৃতীয়াংশ ডোজ সরবরাহ করতে পারবে প্রতিষ্ঠানটি। টিকা দিতে বিলম্ব করায় সদস্য রাষ্ট্রগুলোতে টিকাদান কর্মসূচি বাধাগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ ইইউ'র।

২৭ সদস্য রাষ্ট্র একমত হওয়ায় গেল শুক্রবার (২৩ এপ্রিল) আইনি প্রক্রিয়া শুরু করে সংস্থাটি। এদিকে, এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে অ্যাস্ট্রাজেনেকা।

আরও পড়ুন