ক্রিকেট

জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার লড়াইয়ে নামছে বাংলাদেশ

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

বুধবার ১১ই মার্চ ২০২০ ০২:০২:১৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জিম্বাবুয়ের বিপক্ষে পুরো সিরিজ জুড়েই দাপুটে টিম টাইগার্স। ইনিংস ব্যবধানে টেস্ট জয়। ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ। টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও একই দাপটে।

তাই শেষ ম্যাচটা জিতলে টি-টোয়েন্টি সিরিজেও জিম্বাবুয়ে হবে ধবল ধোলাই। বুধবার মিরপুরে দুই ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টি শুরু সন্ধ্যা ৬টায়।

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টাইগারদের কাছে পাত্তাই পায়নি জিম্বাবুয়ে। হেরেছে ৪৮ রানে। সফরের একমাত্র টেস্টে ইনিংস ব্যবধানে জিতেছে বাংলাদেশ। ৩ ম্যাচের ওয়ানডেতে সিরিজেও জিম্বাবুয়ে ধবলধোলাই হয়েছে। এবার শেষ ম্যাচটা জিতে টি টোয়েন্টি সিরিজেও শন উইলিমাসদের হোয়াইটওয়াশ করতে চায় টিম টাইগার্স।

পুরো সফরেই টাইগার ব্যাটিং তাণ্ডবের সামনে দাঁড়াতেই পারেনি জিম্বাবুয়ে বোলিং অ্যাটাক। লিটন-তামিম-সৌম্যদের ব্যাটে রানের জোয়ার। ব্যাটসম্যানদের তুখোড় ফর্মের কারণেই টাইগারদের এমন দাপট। আজ জিতলে টেস্ট, ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও ক্লিন সুইপ করবে টাইগাররা।

আরও পড়ুন