আন্তর্জাতিক, আমেরিকা, লাইফস্টাইল, বিজ্ঞান ও প্রযুক্তি

টুইটারে রাজনৈতিক বিজ্ঞাপন বন্ধ হচ্ছে

কাজী শাহরিন হক

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৩১শে অক্টোবর ২০১৯ ০৫:৩৮:১৩ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিশ্বব্যাপী সব ধরনের রাজনৈতিক বিজ্ঞাপন প্রচার বন্ধ করার সিদ্ধান্ত জানিয়েছে টুইটার।

বুধবার টুইটারের প্রধান নির্বাহী জ্যাক ডোরসি এক টুইটবার্তায় এ ঘোষণা দিয়েছেন।

বিশ্বের অন্যতম বৃহৎ এই সোশাল মিডিয়া কোম্পানি বলেছে, রাজনৈতিক বার্তা জনগণের কাছে এত দ্রুত পৌঁছানোর সুযোগ টাকার বিনিময়ে কিনতে পারা উচিৎ নয়, তা অর্জন করে নেওয়া উচিৎ।

২২শে নভেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।  আর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে ১৫ই নভেম্বর।

এদিকে টুইটারের এ ঘোষণা আসার পর থেকেই তার প্রভাব পড়ছে যুক্তরাষ্ট্রের ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের রাজনৈতিক শিবিরগুলোতে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী শিবিরের দ্বায়িত্বে থাকা ব্র্যাড পার্সকেল টুইটারের এ সিদ্ধান্তকে বিরোধীদের চক্রান্ত হিসেবে দেখছেন।  অন্যদিকে ডেমোক্র্যাট দলের অন্যতম প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেনের নির্বাচনী শিবিরের মুখপাত্র বিল রুশো টুইটারের এ সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন।

আরও পড়ুন