খেলাধুলা, অন্যান্য খেলা

টেবিল টেনিসে শেখ রাসেল চ্যাম্পিয়ন

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

শুক্রবার ২৬শে মার্চ ২০২১ ০৩:২০:৫৪ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মুজিব শতবর্ষ ঢাকা মহানগরী টেবিল টেনিসের সিনিয়র বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র।

আজ বৃহস্পতিবার শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত লিগের খেলা শেষে ২৭ পয়েন্ট নিয়ে শিরোপা জিতে নেয় তারা। 

এক পয়েন্ট কম পেয়ে রানার্সআপ হয়েছে পুলিশ ক্লাব। প্রথম বিভাগ লিগে নয় পন্টে পেয়ে ধানমন্ডি সেন্ট্রাল ও গ্রিন পয়েন্ট শীর্ষে থাকলেও হেড টু হেডে চ্যাম্পিয়ন হয় ধানমন্ডি সেন্ট্রাল। 

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মেজর জেনারেল (অব.) আবু সাঈদ মো. মাসুদ। এসময় ফেডারেশনের সহ-সভাপতি খোন্দকার হাসান মুনীর, সাধারণ সম্পাদক শেখ জাহাঙ্গীর আলম এবং সদস্য ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান শামসুল আলম আনু উপস্থিত ছিলেন।

আরও পড়ুন