অন্যান্য খেলা

টোকিওতে ভূমিকম্প, কেঁপে উঠলো গেমস ভিলেজ

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

বুধবার ৪ঠা আগস্ট ২০২১ ০৫:২৯:০৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জাপানে ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় ভোর সাড়ে ৫টায় টোকিওর পূর্ব প্রান্তে এই ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেল অনুযায়ী ভূমিকম্পের মাত্রা ছিলো ৬।

রাজধানী টোকিওর গেমস ভিলেজে থাকা প্রতিযোগী, সাংবাদিকরা প্রায় তিন মিনিট ধরে কম্পন অনুভব করেন বলে জানা গেছে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩০ কিলোমিটার নিচে এই ভূমিকম্পের কেন্দ্রস্থল বলে জানা গেছে।

ভূমিকম্পের সময় অস্ট্রেলিয়ার এক সাংবাদিক সংবাদ সম্প্রচার করছিলেন। সেই শো-তেই ভূমিকম্পের কথা জানান তিনি। এছাড়া আরো অনেকেই সোশ্যাল সাইটে ভূমিকম্প অনুভব করেছেন বলে জানিয়েছেন।

জাপানে প্রায়ই ভূমিকম্প হয়। ভয় থাকে সুনামিরও। তবে জাপানের আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই ভূমিকম্পে সুনামির কোনো আশঙ্কা নেই। ভূমিকম্পে যাতে নষ্ট না হয়, সেভাবেই গেমস ভিলেজ এবং বিভিন্ন স্টেডিয়াম তৈরি করা হয়েছে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন