খেলাধুলা, অন্যান্য খেলা

টোকিও অলিম্পিকে বাংলাদেশের শেষ খেলা রবিবার

আবু বকর

ডিবিসি নিউজ

শনিবার ৩১শে জুলাই ২০২১ ০৯:৩৮:১১ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

টোকিও অলিম্পিকে শেষ হয়ে আসছে বাংলাদেশের খেলা। শেষ ইভেন্ট অ্যাথলেটিক্সে রবিবার (১লা আগস্ট) সকাল পৌনে ৮টায় ট্র্যাকে নামবেন বাংলাদেশের একমাত্র দৌড়বিদ জহির রায়হান।

দ্য গ্রেটেস্ট শো অন আর্থের এবারের আসরে লাল-সবুজের পতাকা বহন করেছেন অ্যাথলেট জহির রায়হান। ওয়াইল্ডকার্ডে টোকিওতে অংশ নেয়া জহির খেলবেন ৪০০ মিটার স্প্রিন্ট।

অলিম্পিকের অ্যাথলেটিক্সে বাংলাদেশের যাত্রাটা শুরু হয়েছিল ১৯৮৪ সালে। যদিও বিশ্বের সবচেয়ে বড় এই ক্রীড়া মঞ্চে পদকের দেখা পায়নি বাংলাদেশ। তাই ভাল করার আশায় বুক বেধেই অংশ নেয়া। সে যাত্রায় শুটিং, আর্চারি আর সাতারের পর বাংলাদেশের শেষ ইভেন্ট ৪০০ মিটার স্প্রিন্ট। যেখানে জহিরকে লড়তে হবে বিশ্ব সেরাদের সাথে। সেটা জেনেই বছর জুড়ে কঠোর অনুশীলন করেছেন তিনি। টোকিওর অনুশীলন ভেন্যুতেও হয়েছে মানিয়ে নেয়ার চেষ্টা।

টোকিও থেকে টিম ম্যানেজমেন্ট জানায়, ট্র্যাকে নামতে শারীরিক ও মানসিক ভাবে প্রস্তত আছেন জহির। বাকিটা বলে দেবে সময়।

এবারের অলিম্পিকে ৩৩টি খেলার ৫০টি ডিসিপ্লিনে ৩শ ৩৯টি ইভেন্টে স্বর্ণপদকের জন্য লড়াই শুরু ১১ হাজার ৩২৪ অ্যাথলেটের। বাংলাদেশ থেকে ৬ জন ক্রীড়াবিদ রয়েছেন এবারের অলিম্পিকে।

আরও পড়ুন