খেলাধুলা, অন্যান্য খেলা

'টোকিও অলিম্পিক হচ্ছে না যথা সময়ে'

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২৪শে মার্চ ২০২০ ০৩:৪৫:০২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

অলিম্পিকের আসর পিছিয়ে যেতে পারে এক বছর।

করোনা ভাইরাসের কারণে টোকিও অলিম্পিক এক বছর পিছিয়ে দেয়া হতে পারে, জানিয়েছেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদস্য ডিক পাউন্ড।

পাউন্ড বলেছেন, টোকিও অলিম্পিক পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত। এবারের গেমস ২৪ জুলাইয়ে হচ্ছে না, এতটুকু নিশ্চিত। একই কারণে কানাডা ও অস্ট্রেলিয়াও জানিয়েছে যে তারা তাদের অ্যাথলেটদের পাঠাবে না।  

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে প্রতিযোগিতা স্থগিতের চাপ ক্রমশ বাড়ার মধ্যে অলিম্পিক কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চার সপ্তাহ সময় চেয়েছে। মাসের শুরুর দিকে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বেশ জোরের সঙ্গে জানিয়েছিলেন যে যথাসময়ে হবে অলিম্পিক। তবে সোমবার পার্লামেন্টে তিনিই প্রথমবারের মতো জানান, আসরটি স্থগিত হতে পারে।

আরও পড়ুন