আন্তর্জাতিক, আমেরিকা

ট্রাম্পকে পরাজিত করতে ডেমোক্র্যাটদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১৮ই ফেব্রুয়ারি ২০২০ ০৮:৪৩:১১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ট্রাম্পকে সরাতে ডেমোক্র্যাটদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পেলোসির।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আগামী নির্বাচনে পরাজিত করতে ডেমোক্র্যাটদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসি। সোমবার যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে পেলোসি ডেমোক্র্যাট পার্টির নেতাদের প্রতি এই আহ্বান জানান।

সাক্ষাৎকারে পেলোসি বলেন, ট্রাম্পের মতো একজন ব্যক্তির যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় থাকাটা হতাশাজনক। তাকে ক্ষমতা থেকে সরানোটা জরুরি। এজন্য ডেমোক্র্যাট পার্টির নেতাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমার বিশ্বাস, এবারের নির্বাচনে ট্রাম্পের বিরুদ্ধে যিনি লড়বেন তিনিই বিজয়ী হবেন।

এর আগে চলতি মাসের শুরুতে ট্রাম্পের দেয়া ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ বক্তব্যের অনুলিপি ছিঁড়ে ফেলেন পেলোসি। পরে এ বিষয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘এটাই উচিত কাজ হয়েছে কারণ বক্তব্যটি নোংরা ছিল।’ অবশ্য প্রেসিডেন্টের বক্তব্যের আগে ডেমোক্র্যাট নেতা পেলোসি কুশল বিনিময়ের জন্য ট্রাম্পের দিকে হাত বাড়িয়ে দিলেও তিনি সে সৌজন্যবোধ দেখাননি।

আরও পড়ুন