আমেরিকা

ট্রাম্পের টুইট হাইড করলো টুইটার

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

শনিবার ৩০শে মে ২০২০ ০৮:০০:১৮ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি টুইট প্ল্যাটফর্মের নীতিমালা লংঘন করেছে জানিয়ে তার ওই পোস্টটি হাইড করে দিয়েছে টুইটার।

মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপলিসে পুলিশি নিপীড়নে এক কৃষ্ণাঙ্গ ব্যক্তির হত্যার ঘটনার প্রতিবাদে বিক্ষোভে আগুন দেয়া ও লুটপাট নিয়ে দুইটি টুইট করেন ট্রাম্প। এর মধ্যে একটি ‘সহিংসতাকে উদ্বুদ্ধ’ করে জানিয়ে ওই টুইটের জায়গায় একটি সতর্কবার্তা জুড়ে দেয় টুইটার।

তবে এটিকে ঘিরে জনগণের আগ্রহ বিবেচনায় সেটি দেখার সুযোগ রেখেছে টুইটার। সেক্ষেত্রে ব্যবহারকারীদের আরেকটি ক্লিক করতে হবে। তবে টুইটটি দেখা গেলেও নীতিমালা লংঘিত হওয়ায় সেখানে লাইক বা কমেন্ট করা যাচ্ছে না।

প্রসঙ্গত, গত সোমবার (২৫শে মে) জর্জ ফ্লয়েড নামের ওই ব্যক্তির ঘাড়ে হাঁটু দিয়ে চেপে ধরেন একজন শ্বেতাঙ্গ পুলিশ। এরপর দমবন্ধ হয়ে মারা যান তিনি। ওই হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনদিন ধরে মিনিয়াপোলিসে সহিংস বিক্ষোভ হচ্ছে।

আরও পড়ুন