ফুটবল

ডি স্টেফানোর ৫৫ বছরের রেকর্ড ভাঙলেন হোয়াকিন

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

সোমবার ৯ই ডিসেম্বর ২০১৯ ০৪:০৩:৪১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আর্জেন্টাইন কিংবদন্তী আলফ্রেড ডি স্টেফানোর ৫৫ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিয়েছেন হোয়াকিন সানচেজ।

লা লিগায় এখন সবচেয়ে বেশি বয়সে হ্যাটট্রিককারী ফুটবলার এই স্প্যানিশ রাইট উইংগার। রিয়াল বেতিস অধিনায়ক হোয়াকিন ৩৮ বছর বয়সে লিগে হ্যাটট্রিক করে গড়েছেন এই রেকর্ড। ১৯৬৪ সালে ৩৭ বছর বয়সে এক ম্যাচে তিন গোল করেছিলেন স্টেফানো। সেটাই ছিলো এখন পর্যন্ত স্প্যানিশ লিগে সবচেয়ে বেশি বয়সে করা হ্যাটট্রিকের রেকর্ড।

ঘরের মাঠে রোববার বিলবাওয়ের বিপক্ষে ম্যাচে কীর্তি গড়েন ৩৮ বছর বয়সী হোয়াকিন। ম্যাচ শুরুর ২০ মিনিটের মধ্যে তিন গোল করে দলকে ৩-০ গোলে এগিয়ে নেন তিনি। এতেই হোয়াকিন বনে যান ইতিহাসের অংশ। এতদিন, স্পেনের শীর্ষ লিগে সবচেয়ে বেশি বয়সে হ্যাটট্রিকের রেকর্ড ছিল ২০১৪ সালে পৃথিবী ছেড়ে চলে যাওয়া আর্জেন্টিনার সাবেক ফুটবলার ডি স্টেফানোর দখলে।

আরও পড়ুন