জাতীয়, স্বাস্থ্য, ডেঙ্গু, ডেঙ্গু শিরোনাম

ডেঙ্গুর মৌসুম শেষ হলেও থামছে না হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা

ইসতিয়াক হোসেন

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৫ই নভেম্বর ২০১৯ ০৯:৫৮:২১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ডেঙ্গুর মৌসুম ইতিমধ্যে শেষ হয়েছে। কিন্তু তারপরও থামছে না ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা। এখনও রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে প্রায় এক হাজার ডেঙ্গু রোগী। প্রতিদিন হাসপাতালে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছেন ১৫০ থেকে ২০০ রোগী।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১৮৯ জন। এর মধ্যে ঢাকায় ৭৫ জন এবং ঢাকার বাইরে আক্রান্ত হয়েছেন ১১৪ জন।বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ৮১৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন।

গত ১লা জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৭ হাজার ৯ জন। এর মধ্যে ৯৫ হাজার ৯৪৪ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন।

চলতি মৌসুমে রোগতত্ত, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে ২৫১ টি মৃত্যুর তথ্য প্রেরিত হয়েছে। তবে এর মধ্যে আইইডিসিআর ১৭৯ টি মৃত্যু পর্যালোচনা সমাপ্ত করে ১১২ টি মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে।

আরও পড়ুন