জাতীয়, রাজধানী, ডেঙ্গু

ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

রবিবার ১০ই মে ২০২০ ১২:৩৫:৫৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নগরবাসীক ডেঙ্গু থেকে সুরক্ষা দেয়ার লক্ষ্যে ডিএনসিসির বিভিন্ন এলাকায় এসব মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

ডেঙ্গু প্রতিরোধে রাজধানীতে আজ থেকে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। রবিবার, ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাগণ তাঁদের নিজ-নিজ আওতাধীন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

পূর্ব ঘোষণা অনুযায়ী ডিএনসিসির আওতাধীন বিভিন্ন বাড়ি-ভবন-প্রতিষ্ঠানের বিশেষ করে নির্মাণাধীন ভবনের ভেতরে-বাইরে, আশপাশে কোথাও এডিস মশা বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।  

অভিযান চালিয়ে তেজগাঁও এলাকায় এডিসের লার্ভা পাওয়ায় দুটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ৩ টি প্রতিষ্ঠানকে সর্তকবার্তা আর ৫ টি প্রতিষ্ঠানকে মৌখিক সতর্ক করেন উত্তর সিটি করপোরেশনের ভ্রাম্যমান আদালত।

আরও পড়ুন