খেলাধুলা, অন্যান্য খেলা

ডোপ কেলেঙ্কারি থেকে বের হতে পারেনি রাশিয়া

মো. হামিদুর রহমান

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২৪শে সেপ্টেম্বর ২০১৯ ০৫:৪৮:২৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

অলিম্পিক ও বিশ্বচ্যাম্পিয়নশিপে সব ধরণের ইভেন্টে নিষেধাজ্ঞার মুখে রাশিয়া। মস্কো ল্যাব থেকে মাদক পরীক্ষার তথ্য উপাত্ত সরিয়ে ফেলার অভিযোগে এ নিষেধাজ্ঞা আসতে পারে বলে জানিয়েছে বিশ্ব ডোপ বিরোধী সংস্থা। 

অসংগতির ব্যাপারে ব্যাখ্যা দিতে দেশটিকে তিন সপ্তাহের সময় বেধে দেয়া হয়েছে। ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে আসছে অলিম্পিক ও বিশ্বচ্যাম্পিনশিপের আসর থেকে বাদ পড়বে রাশিয়া। আয়োজন করতে পারবে না কোন মেজর ইভেন্টও। এ ঘটনা তদন্তের আশ্বাস দিয়েছেন রাশিয়ার ক্রীড়ামন্ত্রী।

এর আগে ২০১৫ সালে তদন্তে দুর্নীতি ও ডোপ টেস্টে অসংগতির জন্য রাশিয়ার ডোপ বিরোধী সংস্থাকে নিষেধাজ্ঞা দিয়েছিলো বিশ্ব ডোপ বিরোধী সংস্থা।  

আরও পড়ুন