স্বাস্থ্য সুরক্ষা মেনে আজ চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে।
রবিবার (৩১শে মে) সকাল সাতটায় স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় সুবর্ণ এক্সপ্রেস। রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা আনসার আলী জানান, ৮৯৯টি আসনের বিপরীতে ৪৫৪ জন যাত্রী নিয়ে সুবর্ণ এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এছাড়া, বিকেল ৫টায় ঢাকার উদ্দেশ্যে সোনার বাংলা ও রাত ১০টায় সিলেটের উদ্দেশ্যে উদয়ন ছেড়ে যাবে। সকল ট্রেন সঠিক সময়ে ছেড়ে যাবে। চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া তিনটি ট্রেনের ২ হাজার ৮০ আসনের বিপরীতে অর্ধেক সিটে যাত্রী পরিবহণ করা হবে বলেও জানান এই কর্মকর্তা।
এর আগে, সকালে যাত্রীরা স্টেশনে আসলে তাদের শরীরের তাপমাত্রা পরিমাপ করে স্টেশনে প্রবেশ করতে দেওয়া হয়। এই সময় তাদের শরীরে জীবণুনাশক স্প্রেও করা হয়। যারা ট্রেনে ভ্রমণ করছে তাদের অনলাইনের মাধ্যমে টিকিট কিনতে হচ্ছে।