ফুটবল

ঢাকায় আসছে আর্জেন্টিনা ফুটবল দল

মুহাম্মদ খালেদ হাসান

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৮ই অক্টোবর ২০১৯ ০৬:৪৪:২৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঢাকায় প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা

প্যারাগুয়ের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে আগামী মাসে ঢাকায় আসছে আর্জেন্টিনা। প্যারাগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশনের অফিশিয়াল টুইটার পেজে খবরটি নিশ্চিত করা হয়েছে। প্রীতি ম্যাচে লিওনেল মেসির খেলার সম্ভাবনা আছে বলে জানিয়েছে আর্জেন্টিনার এক সংবাদমাধ্যম।

টুইটারে পোস্ট করা সূচি অনুযায়ী, ঢাকায় মোট দুটি প্রীতি ম্যাচ খেলবে প্যারাগুয়ে। ১৫ নভেম্বর প্রথম প্রীতি ম্যাচে ভেনেজুয়েলার মুখোমুখি হবে প্যারাগুয়ে। এরপর ১৮ নভেম্বর লাতিন আমেরিকার জায়ান্ট আর্জেন্টিনার মুখোমুখি হবে তারা।

আট বছর পর বাংলাদেশের মাটিতে আবারও প্রীতি ম্যাচ খেলবে আলবিসিলেস্তারা। ২০১১ সালে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলে আর্জেন্টিনা। ভেনেজুয়েলা ফুটবল ফেডারেশনের অফিশিয়াল টুইটার পোস্টেও বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রীতি ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হওয়ার খবরটি নিশ্চিত করেছে। তবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এ নিয়ে এখনো কিছু জানানো হয়নি। 

আরও পড়ুন