জাতীয়, রাজনীতি, রাজধানী

ঢাকা সিটি নির্বাচন স্থগিত চাওয়া রিটের শুনানি ২৬শে জানুয়ারি

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২৩শে জানুয়ারী ২০২০ ০৩:৫৬:২১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঢাকা সিটি করপোরেশন নির্বাচন স্থগিত চাওয়া রিটের শুনানির দিন ধার্য।

ভোটার তালিকা হালনাগাদ না করাসহ বিভিন্ন গ্রাউন্ডে ঢাকা সিটি নির্বাচন স্থগিত চাওয়া রিটের শুনানি ২৬শে জানুয়ারি। বৃহস্পতিবার সকালে, বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মোহাম্মদ খায়রুল আলমের বেঞ্চ এই আদেশ দেয়।

গত বুধবার আইনজীবী ইউনুছ আলী আকন্দের করা রিটে বলা হয়, ঢাকা সিটি নির্বাচনের জন্য প্রথমে ৩০শে জানুয়ারি ভোটের দিন ঘোষণা করে তফসিল দেয়া হয়। পরে সেই তফসিল সংশোধন করে পহেলা ফেব্রুয়ারি নির্বাচনের দিন ঠিক করা হয়। কিন্তু বিধি অনুসারে নির্বাচন পেছানো নিয়ে তফসিল সংশোধনের সুযোগ নেই, পুনরায় তফসিল দিতে হয়।  

রিটে উল্লেখ করা হয়, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখের পরে যেমন প্রার্থিতা প্রত্যাহার করা যায় না, তেমনি নির্বাচনের তারিখও পেছানো যায় না। বিধিমতে নুতন করে তফসিল ঘোষণা করতে হবে। নির্বাচন কমিশন ১০(১) বিধি অনুযায়ী তফসিল ঘোষণা করেছে, আবার একই বিধি ১০(১) অনুযায়ী তফসিল সংশোধিত করেছে, যা বৈধ নয়। নির্বাচনের তারিখ সংশোধনের কোনও বিধান আইনে নেই। এ অবস্থায় ২০১৯ সালের ২২ ডিসেম্বরের ঘোষিত উভয় তফসিল এবং গত ১৮ জানুয়ারির সংশোধিত তফসিল অবৈধ হবে।’

আরও পড়ুন