রাজধানী, শিক্ষা

ঢাবি উপাচার্য ও প্রক্টরের নামে ভুয়া ফেইসবুক পেজ

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

সোমবার ২৩শে মার্চ ২০২০ ০৪:০০:২৭ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের নামে ভুয়া ফেইসবুক পেজ খোলার অভিযোগ উঠেছে।

বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ও প্রক্টরের নামে খোলা এসব ভুয়া ফেইসবুক পেজ থেকে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে ঢাবির এক ছাত্রের বিরুদ্ধে শাহবাগ থানায় জিডি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী উপাচার্যের নামে ভুয়া পেজ খুলেছেন তাকে শনাক্ত করা হয়েছে— দাবি করছেন প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী। প্রক্টর জানান, অভিযুক্ত শিক্ষার্থীর নাম আরাফাত হোসেন ভূঁইয়া।

ফেইসবুকে উপাচার্যের কোনো পেজ বা আইডি নেই দাবি করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, বিশ্ববিদ্যালয়ের ভিসি (উপাচার্য) ও প্রক্টরের নামে ফেইসবুকে ভুয়া পেজ খুলে অপপ্রচার ছড়ানোর দায়ে জিডি করা হয়েছে। এই পেজ ঢাকা বিশ্ববিদ্যালয়েরই এক শিক্ষার্থী খুলেছে। পরবর্তীতে তার বিরুদ্ধে আইসিটি আইনে মামলা করতে পারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

প্রক্টর আরও জানান, ফেইসবুকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির কোনো আইডি বা পেজ নাই। তবে, আমার (প্রক্টর ড. এ কে এম গোলাম রব্বানী) একটি আইডি আছে। শিক্ষার্থীদের এ ব্যাপারে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।

আরও পড়ুন