রাজধানী, শিক্ষা

ঢাবি খ-ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

রবিবার ১৩ই অক্টোবর ২০১৯ ০৩:৫৩:১০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের প্রথম বর্ষ স্নাতকের (সম্মান) ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

এ বছর, ৪৫ হাজার ১৮ জন ভর্তি পরীক্ষার্থীর মধ্যে লিখিত ও এমসিকিউ পরীক্ষায় সমন্বিতভাবে পাশ করেছে ১০ হাজার ১৮৮ জন। ভর্তি পরীক্ষায় পাশের হার ২৩.৭২ শতাংশ।

রবিবার দুপুরে, উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেন।

গত ২১শে সেপ্টেম্বর, শুক্রবার খ-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে মোট ৭২টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার পর প্রায় তিন সপ্তাহ পর ফল প্রকাশ হলো।

এ বছর, ‘খ’ ইউনিটে ২৩৭৮টি আসনের বিপরীতে পরীক্ষা দিয়েছেন ৪৫,০১৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

আরও পড়ুন