আন্তর্জাতিক, এশিয়া

তাইওয়ানের আকাশে চীনা যুদ্ধবিমানের মহড়া

মো. হামিদুর রহমান

ডিবিসি নিউজ

সোমবার ২৫শে জানুয়ারী ২০২১ ০৯:০৭:৫৪ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দ্বিতীয় দিনের মত তাইওয়ানের আকাশে চীনের যুদ্ধবিমান অবৈধভাবে প্রবেশ করেছে। রবিবার অন্তত ১২টি যুদ্ধ বিমান তাইওয়ানের আকাশে বিমান মহড়া চালায়।

এ ঘটনায় চীনকে কড়া সতর্কবার্তা দিয়েছে তাইওয়ান। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা নেয়ার পর তাইওয়ানের আকাশে চীনা যুদ্ধবিমানের অনুপ্রবেশ নতুন করে উত্তেজনা তৈরি করেছে। 

বিশ্লেষকদের ধারণা, বাইডেনকে ওই অঞ্চলে ক্ষমতা প্রদর্শনই বেইজিংয়ের লক্ষ্য। 

তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী, বলেন পারমাণবিক অস্ত্রসহ আটটি বোম্বার প্লেন, চারটি জেট প্লেন, একটি এন্টি সাবমেরিন বিমান এ কসরতে অংশ নেয়।

চীন তাইওয়ানকে নিজের প্রদেশ বলে দাবি করলেও, তাইওয়ান একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবেই মনে করে নিজেকে।

আরও পড়ুন