জেলার সংবাদ

তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত তিন 

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১৩ই এপ্রিল ২০২১ ০৩:৫৭:৪৩ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পাবনা, সাভার ও চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে।  

আজ সোমবার দুপুরে পাবনার ঈশ্বরদীর দাশুড়িয়া-লালন শাহ সেতু মহাসড়কে সড়ক দুর্ঘটনায় এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।

স্থানীয়রা জানায়, নিহত তাইজল ভ্যান চালিয়ে মহাসড়কে উঠার সময় কুষ্টিয়াগামী একটি মাইক্রোবাস ভ্যানটিকে ধাক্কা দেয়। পরে তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাইওয়ে পুলিশ জানায়, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। এদিকে, সাভারের গেন্ডা ও চট্টগ্রামের চৌমুহনীতে সড়ক দুর্ঘটনায় আরও দুইজন নিহত হয়েছে।  

আরও পড়ুন