খেলাধুলা, অন্যান্য খেলা

'তৃণমূল থেকে দাবাড়ু তুলে আনার কাজ শুরু শিগগিরই'

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

শনিবার ২০শে মার্চ ২০২১ ০২:১৭:০০ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দেশের বরেণ্য দাবাড়ুদের অংশগ্রহণে রাজধানিতে শুরু হলো সাইফ পাওয়ার টেক প্রিমিয়ার ডিভিশন দাবা লিগ।

উদ্বোধনী অনুষ্ঠানে দাবা ফেডারেশনের সহসভাপতি ও লিগের প্রধান পৃষ্ঠপোষক তরফদার রহুল আমিন জানান, করোনায় ছেদ পড়লেও নতুন অদ্যমে কাজ শুরু হচ্ছে তৃণমূল থেকে দাবাড়ু তুলে আনার। 

করোনাকালেও দাবা ফেডারেশনের ভাগ্যে জোটেনি সরকারের সুদৃষ্টি। আগের মতোই ছোট্ট ফ্লোরে দাবাড়ুদের গাদাগাদি। 

আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ থেকে শুরু করে গ্র্যান্ডমাস্টার রাকিব, রিফাতদের সঙ্গে অংশ নিয়েছেন এ প্রজন্মের দাবাড়ুরাও। তাইতো সবাইকে নিয়ে জমজমাট এবারের প্রিমিয়ার লিগ।

করোনাকালে দাবা খেলার প্রতিযোগিতা চললেও থেমে ছিল তৃণমূলের কার্যক্রম। এবার সেই পালে হাওয়া লাগাতে চায় ফেডারেশন।

দাবার মত এত বড় মনস্তাত্বিক গেইমের জন্য ফেডারেশনের ছোট্ট ফ্লোর আর চলে না। সরকারের সঙ্গে এ নিয়ে দেন দরবারও কম হয়নি। প্রিমিয়ার ডিভিশন দাবা লিগের এবারের আয়োজন শেষ হবে ২৯ মার্চ। 

আরও পড়ুন